মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদায়ী অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহণ করেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শাহেদ আল মামুন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ কাওসার আলী।জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয় বিদায়ী দুই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আরিফ হোসেন, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও সহকর্মীরা বিদায়ী দুই ওসির কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তাদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।সৎ, নির্ভীক, পেশাদার ও দেশপ্রেমিক এই দুই পুলিশ কর্মকর্তা জয়পুরহাট জেলা পুলিশের সকল সদস্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের আগামীর পথচলা সুখময় ও সাফল্যমণ্ডিত হওয়ার শুভ কামনা জানানো হয়।
Leave a Reply