(জামালপুর জেলা) প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের নিজ এলাকায় আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।
৫ই মে সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমকে সংবর্ধনা জানায় বকশীগঞ্জ উপজেলাবাসী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ তাঁর আগমন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শতাধিক গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় চারবার উপজেলা নির্বাচনে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। যিনি এই এলাকায় আব্দুল কাইয়ুমের অবদান ও জনসেবার ভূমিকার কথা স্মরণ করেন।
উপজেলা বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে কাইয়ুমকে ফুলের তোড়া ও স্মৃতিস্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি।
এই সফরে আব্দুল কাইয়ুম বকশীগঞ্জে এলাকাবাসীকে তার দলের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
Leave a Reply