মো: শাওন হোসেন:
মাদারীপুরে হঠাৎ করেই ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। শহরের মধ্যে ১৫-২০টি স্পটে এই ঘটনাগুলো বেশি ঘটছে। এমনকি অনেক বাসা বাড়ি ও দোকান পাটেও দিনে দুপুরে চুরি হচ্ছে। একাধিক সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের আমিরাবাদ, বাদামতলা, মিলন সিনেমা হল এলাকা, ইউআই স্কুল রোড, তরমুগুরিয়া, পুরান বাজার,রকেট বিড়ি,চৌরাস্তা,লঞ্চঘাট এলাকা,পুরাতন বাসস্ট্যান্ড,ও নতুন বাসস্ট্যান্ড সহ ছিনতাইকারী ঘটনা প্রতিদিন-ই ঘটেই চলছে। ঢাকা থেকে কোন যাত্রী রাতে নেমে বাসার উদ্দেশ্যে রওনা হলে রিকশায় কিংবা পায়ে হেঁটে তখনই প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়তে হয়। এছাড়া ভোরে ব্যবসায়ীরা মালামাল কেনার উদ্দেশ্যে মাদারীপুর প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার ও মস্তফাপুরের আড়ত যাওয়ার পথে পড়তে হয় ছিনতাইকারীর কবলে। টাকা-পয়সা,মোবাইল, যা-ই, পায় মেরেধরে ছিনিয়ে নেয়, এমন কি কেউ না দিতে চাইলে ছুরির আঘাতে প্রাণ নাশকতায় পড়তে হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে তারা জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন ও যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
Leave a Reply