মো: শাওন হোসেন:
মাদারীপুরে হঠাৎ করেই ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। শহরের মধ্যে ১৫-২০টি স্পটে এই ঘটনাগুলো বেশি ঘটছে। এমনকি অনেক বাসা বাড়ি ও দোকান পাটেও দিনে দুপুরে চুরি হচ্ছে। একাধিক সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের আমিরাবাদ, বাদামতলা, মিলন সিনেমা হল এলাকা, ইউআই স্কুল রোড, তরমুগুরিয়া, পুরান বাজার,রকেট বিড়ি,চৌরাস্তা,লঞ্চঘাট এলাকা,পুরাতন বাসস্ট্যান্ড,ও নতুন বাসস্ট্যান্ড সহ ছিনতাইকারী ঘটনা প্রতিদিন-ই ঘটেই চলছে। ঢাকা থেকে কোন যাত্রী রাতে নেমে বাসার উদ্দেশ্যে রওনা হলে রিকশায় কিংবা পায়ে হেঁটে তখনই প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়তে হয়। এছাড়া ভোরে ব্যবসায়ীরা মালামাল কেনার উদ্দেশ্যে মাদারীপুর প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার ও মস্তফাপুরের আড়ত যাওয়ার পথে পড়তে হয় ছিনতাইকারীর কবলে। টাকা-পয়সা,মোবাইল, যা-ই, পায় মেরেধরে ছিনিয়ে নেয়, এমন কি কেউ না দিতে চাইলে ছুরির আঘাতে প্রাণ নাশকতায় পড়তে হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে তারা জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন ও যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24