সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের সন্দ্বীপে গভীর রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বহু বছর ধরে গড়ে ওঠা একটি স’মিল মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মালিকের দাবি, প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে।
৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিট। সবাই তখন গভীর ঘুমে। এমন সময় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাহাজাহান মিয়া তেমাথা এলাকায় হঠাৎ আগুন লেগে যায় স’মিলে। আগুন দেখে স্থানীয়রা দৌড়ে আসেন, খবর দেওয়া হয় মালিককে। ফায়ার সার্ভিসেও ফোন করা হয় দ্রুত।
প্রত্যক্ষদর্শী ইলিয়াস জানান, পাশের ঘর থেকে আগুন দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে স’মিল মালিককে খবর দেন। কিন্তু ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
স’মিলের মালিক সুফিয়ান বলেন, “খবর পেয়েই ছুটে যাই, দেখি সবকিছু দাউ দাউ করে জ্বলছে। চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে, চেষ্টা করে আগুন নেভাতে। কিন্তু কিছুই বাঁচানো যায়নি।”
স’মিলের পরিচালক মাস্টার আকবর হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, “এটা আমাদের ৩০ বছরের পুরনো ব্যবসা। নিজের চোখের সামনে সব পুড়ে যেতে দেখে মনটা ভেঙে গেছে। প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।”
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৪টা ৫৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পেছনে বৈদ্যুতিক ত্রুটির সম্ভাবনা কম। সম্ভবত কোনো সিগারেটের আগুন কিংবা ধাতব কিছু থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিতভাবে করা হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24