শাওন আহাম্মেদ, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী ভারত থেকে চোরাই পথে আসা পিকআপ ভর্তি পৌনে এক কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়িসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে চোরাইপথে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়িসহ ওই চোরাকারবারিকে আটক করা হয়। আটক লিমন সিমসাং (৩৫) গজনী এলাকার এলাকার মৃত অনীল মারাকের ছেলে।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকায় অবৈধভাবে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি অভিনব কায়দায় পাচারের চেষ্টা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় এক হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি ও একটি মিনি পিকআপসহ কারবারি লিমন সিমসাংকে হাতেনাতে আটক করা হয়।
লিমন সিমসাং ভারত থেকে অবৈধভাবে শাড়ি সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে নিয়ে যাচ্ছিলেন।
উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা এবং জব্দকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা।
ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, উদ্ধার করা শাড়ি ও পিকআপসহ আটক আসামিকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply