সাহেদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের মাঠে মাঠে ধান পাকতে শুরু করেছে।ইরি-বোরো ধানের সোনালী শীষে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।পাকা ধান ঘরে তুলতে প্রস্তুতি নিচ্ছেন কৃষানীরা।রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্য মতে,এবার রায়গঞ্জ উপজেলায় মোট ১৯ হাজার ৩০৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ করা হয়েছে।কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত নলকা, ঘুড়কা,ধুবিল ইউনিয়নে কৃষকের প্রধান আবাদই ইরি-বোরো ধান।এ সব ইউনিয়নে এবারে লক্ষ্য মাত্রার চেয়ে অধিক জমিতে ধানের চাষ করা হয়েছে।ধান রোপনের শুরু হতেই অনুকুল আবহাওয়া,পরিমিত কীটনাশক ও সঠিক পরিচর্যায় এবারের ইরি-বোরো মাঠে যেন সোনালী ঝলক দিচ্ছে।ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় ব্রি- ২৮,মিনিকেটসহ অন্যান্য ধান পাকতে শুরু করেছে।বেশির ভাগ এলাকার মাঠ জুড়ে সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে ইরি-বোরো ধানের শীষ।তাই তো সোনালী শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।
Leave a Reply