মনির মন্ডল, সাভার প্রতিনিধি:
মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারে বিএসটিআই লগো ব্যবহার করে অনুমোদন বিহীন একটি ভেজাল শিশু খাদ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ ঘোষনা ও কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।
মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া নন্দখালী এলাকায় আলোচিত হলমার্ক গ্রুপের ভিতরে অবস্থিত ‘ফরচুন ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল।
এদিকে অভিযানর খবর পেয়ে মুল ফটকে তালা লাগিয়ে পালিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ। পরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের কর্তৃপক্ষ তালা ভেঙ্গে ভেজাল শিশুখাদ্য তৈরীর কারখানাটির ভিতরে প্রবেশ করেন।
কারখানাটিতে কাপড়ের রং মিশিয়ে এডিবল জেল, আইস ললি, ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংক, অরেঞ্জ ড্রিংকস, ভায়োলেট কালার ফুড, গ্রিন ফুড কালার, লেমন ইয়েলো ফুডসহ বিভিন্ন রংএর ভেজাল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল বলেন, অনুমোদন বিহীন কারখানাটিতে কোন ক্যামিস্ট পাওয়া যায়নি, বিএসটিআইয়ের লগো ব্যবহার করেছে অথচ বিএসটিআইএর কোন অনুমোদন নেই। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ৯ ধরনের শিশু খাদ্যে তৈরী করছেন তারা। একেক মোড়কে একেক জায়গা যেমন আশুলিয়া, জনতা হাউজিং, বিসিক শিল্পনগরী ঢাকার ঠিকানা লেখা রয়েছে। অথচ একই ফ্যাক্টরীতে সব তৈরী হচ্ছে কিন্তু এই ফ্যাক্টরীর ঠিকানা মোড়কে নেই। কোন কেমিষ্ট, ল্যাবরেটরী নেই। একজন ম্যানেজার রয়েছে জিনি এসএসসি পাশও করেনি। তিনিই সব কিছু দেখেন। সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় এই কারখানায় ভেজাল শিশু খাদ্য তৈরী হচ্ছিল। এসকল বিভিন্ন অসংগতি থাকার অপরাধে কারখানা কতৃপক্ষকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে এই কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24