হাবিবুর রহমান রনি,স্টাফ রিপোর্টারঃ
সামাজিক সংগঠন আবদুরব বাজার ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে চরক্লার্ক এবং মোহাম্মদপুর ইউনিয়নের ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টা থেকে বেলা ১১.৩০ টা পযন্ত আবদুরব বাজার দাখিল মাদ্রাসায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরিক্ষা কমিটির আহবায়ক হিসেবে ছিলেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন ডাক্তার, সংগঠনের সেক্রেটারি আরাফাত রহমান শুভ।
হল সুপার এর দায়িত্বে ছিলেন সংগঠনের চেয়ারম্যান হারুন পারভেজ।
পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক শাহজাহান ও সিনিয়র সদস্য সাইফুল্লা মনির,
বৃত্তি পরীক্ষায় কার্যক্রমে পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের সহসভাপতি মো: আফচার, অর্থ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মেজবাহ, নতুন সদস্য দিদার, সোহেল সহ অনেকে
শিক্ষার্থীদের মেধার বিকাশে আবদুরব ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় বলে জানান সংগঠনের সভাপতি সালাউদ্দিন ডাক্তার।
তারা জানা বৃত্তি পরীক্ষা ছাড়াও সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমাজের নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ড যেমন: ব্লাড ডোনেশন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি,বৃক্ষরোপণের কর্মসূচি,
ঈদবস্র বিতরণ কর্মসূচি,ইফতার বিতরণ, ফ্রি ব্লাড ক্যাম্পেইন,
অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো সহ সমাজের নানাবিধ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এদিকে আবদুরব বাজার ব্ল্যাড ফাউন্ডেশনের এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বিন্দু।
Leave a Reply