মামুন রাফী, নোয়াখালী:
নোয়াখালীর মানবিক সংগঠনের মধ্যে একটি অন্যতম মানবিক সংগঠন ফুলঝুরি ব্লাড ফাউন্ডেশন। গতকাল বুধবার (৫মার্চ) রাতে চট্টগ্রামে ফুলঝুরি ব্লাড ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অনুমোদন করেন সংগঠনের উপদেষ্টারা।
এতে মেহেদী হাসান বাদল কে সভাপতি রবিউল আলম কে সাধারণ সম্পাদক তানভীর হোসেন কে সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক রাশেদুল ইসলাম কে মিডিয়া বিষয়ক সম্পাদক কে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।
জানা যায় -৩০ নভেম্বর ২০২২ সালে এক ঝাক তরুণ নিয়ে সংগঠনের উৎপত্তি হয়। সে থেকে এখন পর্যন্ত ২শ থেকে ৩শ রোগীকে ব্লাড দিতে সক্ষম হয়েছে দেশের যেকোনো দুর্গম পরিস্থিতিতে এ সংগঠনের সদস্যদের এগিয়ে আসা যেমন ফেনী সহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত সহ-সমাজিক ভাবে রেখেছেন বিরাট ভূমিকা যেমন দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা রোগীদের চিকিৎসার খরচ ও ওষুধ ৪-৫ টা দরিদ্র মেয়ের বিয়ের খরচ রমজানে এতিমদের জন্য ইফতার আয়োজন অসহায় পরিবারের জন্য ঈদ সামগ্রী পরিবেশ রক্ষার্থে চারা রোপন সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ করে এসেছেন এই সংগঠন ধরা অব্যাহত থাকবেন ইনশাআল্লাহ।
তাছাড়া অন্যান্য দ্বায়িত্বে রয়েছেন-সহ-সভাপতি-খোরশেদ আলম সুমন (ফেনী),লিটন দাস (ভাটিয়ালি),কামাল আসলাম (চট্টগ্রাম),যুগ্ম সাধারণ সম্পাদক-ফজলে রাব্বি রানা (হাতিয়া),দিলদার (সন্দীপ),আরিফুল ইসলাম নিলয় (সুবর্ণচর),সহ-সাংগঠনিক সম্পাদক-আকবর হোসেন (কোম্পানীগঞ্জ),সাইফুল ইসলাম (সুবর্ণচর),ইউসুফ হোসেন শান্ত (সুবর্ণচর),অর্থ সম্পাদক-মোঃ শহীদ (রংপুর), সহ অর্থ সম্পাদক-মোঃ মামুন (সুবর্ণচর),নারী বিষয়ক সম্পাদক- জান্নাতুল মাওয়া ইমতি (সুবর্ণচর), মিডিয়া বিষয়ক সম্পাদক- রাশেদুল ইসলাম (সুবর্ণচর),প্রচার সম্পাদক-মোঃ দিদারুল আলম (ঢাকা),সহ প্রচার বিষয়ক সম্পাদক-মোঃ ইয়ামিন (ফটিকছড়ি),দপ্তর সম্পাদক-আহসানুল করিম চৌধুরী (রাউজান),সহ-দপ্তর সম্পাদক-রিয়াজ উদ্দীন (চট্টগ্রাম),প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক-ইমাম মেহেদী (সৌদি প্রবাসী),আইন বিষয়ক সম্পাদক-হেদায়েত উল্লাহ (ফৌজদারহাট),
ধর্ম বিষয়ক সম্পাদক-ক্বারী মুহাম্মাদ সিকান্দার,শিক্ষা বিষয়ক সম্পাদক-আলমগীর হোসেন (সুবর্ণচর),দুর্যোগ ও ত্রাণ সম্পাদক-মোঃ রনি (কুমিল্লা),ক্রীড়া বিষয়ক সম্পাদক-মোঃ করিম রানা (সুবর্ণচর),সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক-মোঃ সাইফুল হোসেন (চট্টগ্রাম),সংস্কৃতি বিষয়ক সম্পাদক-সায়েম (পটিয়া),কার্যনির্বাহী সদস্য রাসেল কাজী (সুবর্ণচর),জমির উদ্দিন (সুন্দ্বীপ),আরমান হোসেন (সুবর্ণচর),আব্দুল আল মামুন (সুবর্ণচর),এ আর রুবেল রানা (সুবর্ণচর),শাকিল আহমেদ সুবর্ণচর),আরিফুল ইসলাম (সুবর্ণচর),রিয়াজ উদ্দিন (সুবর্ণচর)/রাসেল খান (সন্দ্বীপ),এ এস হায়দার (সন্দ্বীপ),শুভ চৌধুরী।
মামুন রাফী
জেলা প্রতিনিধি, নোয়াখালী
মোবাইল: ০১৩১৯২৭৬১৬৪
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24