হাবিবুর রহমান রনি, স্টাফ রিপোর্টার:
নোয়াখালী সুবর্ণচরের চরবাটা সৈকত কে. জি স্কুলে শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত। অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সৈকত কে.জি স্কুলে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৈকত কে.জি স্কুলের প্রধান শিক্ষক মো: শিবলী নোমান চৌধুরী সঞ্চালনায় এবং সৈকত সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈকত সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস, বাংলাদেশ জামায়াত ইসলামী সুবর্ণচর উপজেলার আমির মাওলানা জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান খোকন, সৈকত কে.জি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও মোহাম্মদ আলী কলেজের প্রভাষক মোঃ আরিফ উল্যাহ। এ সময় বক্তারা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সর্বশেষ বিদায় কৃত শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
Leave a Reply