মো: রনি, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে । দমকা হাওয়া এবং একটানা শিলাবৃষ্টিতে আমন ধানের গাছ জমিতে শুয়ে পড়েছে । শিলার আঘাতে ধানের প্রতিটা শীষ থেকে ধান জমিতে পড়ে গেছে । কোথায় কোথায় বৃষ্টির পানি জমে ধানের সম্পূর্ণ গাছ জমে থাকা পানিতে তলিয়ে গেছে।
এই অবস্থা দেখা গেছে ধনবাড়ীর প্রতিটা ইউনিয়নের গ্রামে গ্রামে । কিছু কিছু ধান কাটার উপযোগী হওয়ায় শুধু মাত্র শ্রমিক খরচ বেশি হওয়ার জন্য ধান কাটতে কৃষকের দেরী হওয়াতে সে সব জমির ধান ব্যাপক ক্ষতি হয়েছে । নুয়ে পড়া ধান কাটতে এখন কৃষকের শ্রমিক বেশি লাগবে অপরদিকে পাকা ধান শিলার আঘাতে ঝরে পড়ায় ধান বিক্রি করে ধান কাটার খরচই উঠবে না বলে জানিয়েছেন মুশুদ্দির কৃষক হিরা প্রামাণিক।
ধনবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের চালাষ নিবাসী মোঃ নুরুল ইসলাম বলেন ,’ আমার মাইছাকুড়ি বন্দে ১ বিঘা রনজিৎ ধান গতরাতের শিলাবৃষ্টিতে সম্পূর্ণ শুয়ে পড়েছে । একই অবস্থা হইলাকুড়ি বন্দেও ।
সেখানে ২ বিঘা জমির রনজিৎ এবং খিসামত ধান মাটিতে মিশে গেছে। আমার মতো সকল কৃষক যারা আমন ধান চাষ করেছেন তারা সকলেই ক্ষতিগ্রস্ত। এদিকে আমন ধানের পাশাপাশি আলু পেঁয়াজ ক্ষেতেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ধনবাড়ীতে । পেঁয়াজ এবং আলু আবাদের জন্য চাষকৃত জমিতে বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে গেছে । রোদে জমি শুকিয়ে এলে পুনরায় জমিতে হালচাষ করতে হবে । এক্ষেত্রে আবাদ যেমন পিছিয়ে যাবে খরচও বেশি হবে।
ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মো: মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,’ এবার ধনবাড়ী উপজেলায় সর্বমোট ৯৯৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে । শিলাবৃষ্টিতে যেসব ধানের গাছ জমে যাওয়া পানিতে শুয়ে পড়েছে সেসব ধানের গাছ শীষ সহ জাগিয়ে দিতে পারলে ক্ষতি অনেকটা পুষিয়ে আনা যাবে ।
অনেক জমিতে ধান গাছ শুয়ে পড়লেও ফলনের তেমন ক্ষতি হবে না । পেঁয়াজ এবং আলু চাষে কিছুটা ক্ষতি হলেও সঠিক পরিচর্যায় ধকল কাটিয়ে উঠা সম্ভব।
তিনি বলেন,’ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ আজ বুধবার সকাল থেকেই ধনবাড়ীর বিভিন্ন গ্রামে গ্রামে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধান এবং আলু- পেঁয়াজ চাষের জমিতে স্বশরীরে উপস্থিত হয়ে কৃষকদের সাথে কথা বলে সঠিক পরামর্শ দিচ্ছেন এবং সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা করছেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24