স্টাফ রিপোর্টার:
এক কিশোরের নাম গোলাম নাফিজ, বয়স মাত্র ১৭ বছর।
সবে এবার এসএসসি দিয়েছে বনানী বিদ্যানিকেতন স্কুলে এন্ড কলেজ থেকে ।
নাফিজ এ আন্দোলনের এক অকুতোভয় বীর সৈনিক
নিজের জীবন দিয়ে তা প্রমান করে গেছে।
নাফিজ শ-হী-দ হয় ৪ই আগস্ট।
সে রাতে বাড়ি ফিরে নি নাফিজ ।
বাবা-মা আশেপাশে খুঁজে পান নি নাফিজের।
পরদিন সকালে রিকশায় নাফিজের নিথর দেহের ছবিটি পত্রিকা ও ফেইসবুক ছড়িয়ে পড়ে চার দিকে।
তা দেখে তার মা নাফিজ কে শনাক্ত করে।
মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা বাঁধা নিথর দেহের ছবিটি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়।
“ওই যে দেখেন, ছেলেটা রিকশার রডটা ধইরা রাখছিল। কত খুঁজলাম, তখন যদি ছেলেটারে পাইতাম, বাঁচানোর জন্য একটু চেষ্টা করতে পারতাম নাফিজের বাবা।
ছেলেটার বুকের মধ্যে লাগা গুলি সামনের দিক দিয়ে পিঠের পিছন দিয়া বাইর হইয়া যায়। নাফিজের বাবা শুনতে পারে তার চাঁদের মত ছেলেটা লাশ হয়ে মর্গে পরে আছে।
গোলাম রহমান, শ-হী-দ গোলাম নাফিজের বাবা।
সৃত্র: আয়নাল দর্জি
Leave a Reply