মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা, লালমাই উপজেলা, ছোট শরিফপুর (ভুশ্চি) হাই স্কুল মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমাই উপজেলা কতৃক আয়োজিত সীরাতুন্নবী সঃ মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন,
লালমাই উপজেলা জামায়াতের আমির,গোলাম সারওয়ার মজুমদার কামালের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মাওলানা মোশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা
প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আমির এডভোকেট মু, শাহজাহান
প্রধান বক্তা হিসেবে, বক্তব্য প্রদান করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী মাও: মোহাম্মদ ইয়াছিন আরাফাত সাহেব,
ইয়াছিন আরাফাত সাহেব লালমাই বাসিকে আহ্বান করে,
আগামীর বৈষম্য হীন সমাজ গঠনের জন্য, নেয় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য যোগ্য নেতা নির্বাচিত করতে বলেন,
সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়নামতি শিল্প গোষ্ঠী, হামদ ও নাতে রাসূল এবং কাওয়ালী পরিবেশন করেন,,
Leave a Reply