মোমেন আকন্দ(বিশেষ প্রতিনিধি)
গাজীপুরের শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামে পেলাইদ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আলেমগণের মিলন মেলা কৃতি সংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পেলাইদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পেলাইদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও মুনসিফ মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী জনাব মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও মসজিদের সাধারণ সম্পাদক জনাব তৈয়ব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব ডাঃ মোঃ সিরাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লতিফপুর জামিয়া উলূমে শারইয়্যাহ মাদ্রাসার মুহতামিম ও সাইখুল হাদিস আল্লামা আলহাজ্ব আশেকে মোস্তফা সাহেব। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পেলাইদ কেন্দ্রীয় জামে মসজিদের অন্যতম উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লতিফপুর জামিয়া উলূমে শারইয়্যাহ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দীস হযরত মাওলানা মোঃ আব্দুল হক হক্কানী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক হযরত মাওলানা মোঃ নুরুল ইসলাম, প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন খেয়াঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ শহীদুল্লাহ তমিজি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (অব) জনাব মাওলানা মোঃ সিরাজুল হক, বর্মী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মোজাম্মেল হক, পেলাইদ উত্তরপাড়া ফোরকানিয়া নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার মুহতামিম জনাব হাফেজ মাওলানা মোঃ হারুনুর রশিদ সহ এলাকার অন্যান্য আলেম বৃন্দ।
অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর তিনটা থেকেই এলাকার আশেপাশের আলেমগণ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ প্রাঙ্গনে আসতে শুরু করে। বাদ আছর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বক্তাদের বক্তব্য শেষে আলেমদের মধ্যে ক্রেস বিতরণ করা হয়।
Leave a Reply