আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের দখলবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার ( ৭ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার হিজুলিয়া এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। এলাকাবাসীর অভিযোগ, অন্তর আলী ,শাহীন মিয়া , রতন আলী, রবী, রনি এলাকায় ত্রাস সৃষ্টি করে দখল ও চাঁদাবাজি করছে।
স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল মিয়া, আলাল , দুলাল সহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, দখল-চাঁদাবাজি ও নানামুখী সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
ভুক্তভোগী কামরুল হাসান জানান, আমি গরুর ব্যবসা করি, আমার কাছে ৩৫ হাজার টাকা চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকার করলে আমার বাবার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে, আগে চেয়েছিলাম ৩৫ হাজার টাকা এখন তিন লক্ষ টাকা দিতে হবে, টাকা দিতে অস্বীকার করলে বাসার সবাইকে মারধর করে, গুরুতর অবস্থায় আমার চাচাতো ভাইকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী উসমান গনি জানান, আমাদের বাসায় এসে চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে আমার বাবা আমার চাচা চাচতো ভাইকে কাঠের বাঠাম দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করতে থাকে আমি তাদের চিৎকারে এগিয়ে আসলে আমার ডান হাতে কোপ দিয়ে রক্তাক্ত যখম করে।
স্থানীয়রা জানান, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে রাস্তায় এসে প্রতিবাদ জানান।
ঘিওর থানা ওসি তদন্ত মোঃ কোহিনুর ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তিন জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে পৃথক দুটি মামলা হয়েছে , আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply