প্রসেনজিৎ চন্দ্র শর্মা:
দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জের ধরে দেবরের মারধরের শিকার হয়ে বড়ভাবি বিলকিস বেগম আহত হয়ে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বড় ভাই স্কুল শিক্ষক মোমিনুল ইসলাম বাদি হয়ে গত ৬ মার্চ বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনাটি গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর (দীঘিপাড়া) গ্রামে ঘটেছে।
মামলার এজাহারের বিষয়ে জানতে চাইলে বাদি বড়ভাই স্কুল শিক্ষক মোমিনুল ইসলাম জানান, পিতা শাহান উদ্দিনের মৃত্যুর পর হতেই পারিবারিক জমি জমা সংক্রান্ত বিষয়ে ছোটভাই মোশারফ হোসেন আমাকে ও আমার পরিবারকে সবসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। এনিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। প্রায়ই আমার পরিবারের সদস্যদের মারপিট করে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মিমাংসায় বসেও কোন লাভ হয়নি।
গত ২৭ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টার সময় আমার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে আমার স্ত্রী বিলকিস বেগম এর প্রতিবাদ করলে ছোটভাই মোশারফ হোসেন ও তার স্ত্রী মোছাঃ জেসমিন বেগম (৪০), ছোট ভাইয়ের বিবাহিতা মেয়ে মোবারকা বেগম আমার স্ত্রীকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এসময় আমার ছেলে তার মাকে রক্ষা করতে গেলে ছোটভাই ও তার পরিবারের লোকজন আমার ছেলে মিনহাজুল ইসলাম (২০) কেও মারধর করে আহত করে। প্রতিবেশিগণ আমি আহত স্ত্রী ও ছেলেকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এরপর গত ৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তারাবির নামাজের পুর্ব মুহুর্তে মাদকাসক্ত ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) সঙ্গীয় কয়েকজনকে সাথে করে নিয়ে এসে আমার বাড়িতে হামলার চেষ্টা করলে বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করি।
এ ব্যাপারে জানতে ছোটভাই মোশাররফ হোসেনের বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে বাড়িতে ও বাজারে পাওয়া যায়নি। থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ বলেন, এজাহার পাওয়া গেছে। প্রকৃত ঘটনা তদন্ত করে বিষয়টি ভালভাবে জেনে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
01309545466
Leave a Reply