মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে জয়পুরহাটে নাবিল হার্ডওয়্যার এর আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যা ৬ টা থেকে ১০ টা পর্যন্ত জয়পুরহাট সদরের আমদই ইউনিয়নের পলিকাদোয়া গ্রামে মোট ৮টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়।
মোর্শেদ হার্ডওয়্যার এর প্রোপাইটর গোলাম মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জয়পুরহাট সদর উপজেলার সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সার্জেন্ট
আমদই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলহাজ্ব জাফর ইকবাল নাসির, জয়পুরহাট ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ জামরুল ইসলাম, আমদই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রব্বনী চৌধুরী, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য সাংবাদিক আহসান হাবিব।
প্রধান অতিথি আবু রায়হান উজ্জল বলেন, সমাজ থেকে সকল অন্যায় দূর করতে হবে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। সেক্ষেত্রে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। খেলার মাধ্যমে তরুণদের শরীর ও মনকে সতেজ রাখতে। এই তরুণরাই আগামীতে আমাদের দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিবে। বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখবে।
আলহাজ্ব জাফর ইকবাল নাসির বলেন, তরুণদের মাদক ও গর্হিত কাজ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি আমদই ইউনিয়নের সকল তরুণকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।
খেলায় পাঁচবিবি রানারআপ ও সান্তাহার বিজয়ী হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন মেহমানবৃন্দ।
খেলার আয়োজক কমিটিতে আরও ছিলেন মেসার্স মোরশেদ হার্ডওয়্যার, মেসার্স রওশন ট্রেডিং, মা থাই এ্যালোমিনিয়াম এন্ড এসএস
Leave a Reply