মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা এবং ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়ের দিকনির্দেশনায় এবং ডিবি অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা হলেন এসআই (নিঃ) মো. মিজানুর রহমান, এসআই (নিঃ) মো. ফারুক হোসেন (পিপিএম), এসআই (নিঃ) মো. সাখাওয়াত হোসেন, এএসআই (নিঃ) মো. সাজেদুর রহমান এবং তাদের সঙ্গীয় ফোর্স।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। জয়পুরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ অঙ্গীকারবদ্ধ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24