জেলা প্রতিনিধি নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর খালপাড় নিবাসী আক্তার হোসেন ফকির, পেশায় একজন ক্ষুদে ব্যাবসায়ী, তার ছেলে শফিকুল ইসলাম ফকির (২৪) কে বিদেশে পাঠানোর জন্য একই এলাকার আদম ব্যাপারী ইমরান প্রধান(২৮)পিতা:মোস্তফা প্রধান, সাং দুলালপুর খালপাড়, থানা ঃ শিবপুর, জেলা ঃ নরসিংদী। প্রায় নয় মাস আগে উক্ত আদম ব্যাপারী ইমরান তিন লাখ আশি হাজার টাকা নিয়ে আক্তার ফকিরের ছেলে শফিকুলকে ওমানে রেস্টুরেন্ট ভিসার কথা বলে
ওমানে পাঠায়। অদ্য পর্যন্ত কোন কাজ না দিয়ে তাকে আটকিয়ে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে আরু টাকা বাড়ী থেকে এনে দিতে চাপ দিতে থাকে।
এ বিষয় তার ছেলের সাথে যোগাযোগ করলে সে বিস্তারিত লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেয়।
ভুক্তভোগীর পরিবার অনেক কষ্টে এ পর্যন্ত প্রায় আশি হাজার টাকা
ওমানে পাঠায় উক্ত দালালের নিকট।এ বিষয়ে আদম ইমরান প্রধান কে একাধিক বার জিজ্ঞেস
করলে, সে কোন প্রকার গুরুত্ব না দিয়ে সময়ক্ষেপন করতে থাকে।
বিগত ৫/৫/২৪ইং তার বাড়িতে গেলে, উক্ত আদম ইমরান
তার ছেলেকে কোন প্রকার কাজ দিবে না বলে জানায়।এই কথার প্রতিবাদ করলে আদম ইমরান ভুক্তভোগীর পিতা আক্তার ফকিরকে মারতে আসে এবং ওমানে তার ছেলেকে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে।উক্ত বিষয় টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও চেয়ারম্যান কে বিষয় টি অবগত করিলে ও কোন সমাধান না পেয়ে নিরুপায় হয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন আক্তার হোসেন ফকির । শিবপুর মডেল থানায় সাধারণ ডায়রি নং-১০৫৫/২৪ তাং২০/৫/২৪ইং
এর তদন্তের দায়িত্ব দেন দারোগা নুরুল ইসলামের উপর।কোন সুরাহা না হওয়ায় পরবর্তী তে দারোগা মমতাজ উদ্দিন এর উপর দায়িত্ব পড়ে।এ বিষয়ে গত ৩০ মার্চ রবিবার টেলিফোনে তদন্তকারী কর্মকর্তারতার নিকট জানতে চাইলে, তিনি জানান,বেশ কিছুদিন আদম ব্যাপারী ইমরানের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তিনি ঢাকায় থাকেন বলে জানান।তাকে ধরার চেষ্টা চলছে। স্থানীয় ভাবে শালিস বিচার ডাকলে পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।এ ব্যাপারে অসহায় নিঃস্ব পিতা আক্তার হোসেন ফকির জানান, আমার ছেলে শফিকুল কে উদ্ধারে কোন প্রকার অগ্ৰগতি না হওয়ায় আমি এবং আমার পরিবার আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছি।
আমি আদম ব্যাপারী ইমরান প্রধানের বিচার চাই, এবং
আমার ছেলেকে ফেরত ও ক্ষতিপূরণ ফেরত চাই।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24