কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:-
রমজান মাস মুসলিম সম্প্রদায়ের বেশি বেশি ইবাদত করার মাস। এই মাসে রোজা রাখা, আত্মশুদ্ধি ও দান খয়রাত করার প্রবণতা বাড়ে। এই বিশেষ মাসে, সংগঠন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ প্রতিপাদ্য সামনে রেখে তাদের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রমজানের শুরু থেকেই বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা সামাজিক কর্মকাণ্ডে শামিল হচ্ছেন। তারা নলছিটির শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন, রাস্তায় আবর্জনা পরিষ্কার করছেন এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।
বিডি ক্লিন নলছিটির আতিকুল ইসলাম বলেন, ‘সারা বছরই আমাদের কার্যক্রম থাকে তবে রমজান মাসে বিভিন্ন দোকানের সামনে ময়লা ফেলে দূষণের সৃষ্টি করে। ফলে রোজাদারদের কষ্ট হচ্ছে। বিষয়টিকে মাথায় রেখে আমাদের আজকের কার্যক্রম। আজ আমরা নলছিটি শহরে বাসস্ট্যান্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করছি এবং রমজান মাসজুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
বিডি ক্লিন নলছিটি স্বেচ্ছাসেবক ঈশান হাওলাদার বলেন, ‘আজ আমরা নলছিটি বাসস্ট্যান্ডে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছি, আমাদের স্বেচ্ছাসেবকরা রোজা রেখেও এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।’
নলছিটির চায়না মাঠ ও আশপাশ,উপজেলা পরিষদ চত্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে রমজানের শুরু থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে।রমজান জুড়েও তাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।
Leave a Reply