মোঃ ইমরান আকন্দ, (জামালপুর জেলা) বকশিগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর (১) নং ওয়ার্ড ফজিলতপাড়া গ্রামে ফজিলতপাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিবারের ন্যায় স্বল্প পরিসরে নিজ উদ্যোগে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।
গত শুক্রবার ৪ই অক্টোবর দুপুর বারোটার সময় ফজিলত পাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে তাদের নিজস্ব তহবিল থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। ফজিলত পাড়া যুব ফাউন্ডেশনের সহায়তায় ও ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত সম্মানিত উপদেষ্টামন্ডলীর দিকনির্দেশনায়, গার্মেন্টস ব্যবসায়ী মোঃ মাসুদ রানার সভাপতিত্বে সাতজন অসহায় মানুষের মাঝে ত্রাণ দেন। তাদের প্রত্যেককে মাথাপিছু ১০ কেজি চাল সহ সাংসারিক নৃত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। উক্ত সময় ওই এলাকার একজন অসহায় প্রতিবন্ধী নারীকে একটি টিউবওয়েল প্রদান করা হয়েছে। এ সময় ওই সংগঠনের প্রত্যেক সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফজিলত পাড়া যুব ফাউন্ডেশন এর (সভাপতি) মোঃ মাসুদ রানা আরো বলেন কয়েকজন শিক্ষার্থীকে প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। আরো কিছু আবেদন দিয়েছে (সম্মানিত উপদেষ্টা মন্ডলীর) দিকনির্দেশনা পেলেই এসব শিক্ষার্থীর দের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে (ইনশাআল্লাহ) বললেন ফজিলত পাড়া যুব ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মাসুদ রানা।।
Leave a Reply