সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি:
আজ ৭/৪/২৫ তারিখ সকাল আনু: ১০ ঘটিকার সময় মাদারীপুর সরকারী সমন্বিত ভবনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার উপজেলা কো-অর্ডিনেটরদের নিয়ে মাসিক স্টাফ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় উপস্হিত ছিলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো:আলিউল হাসনাত খান। জেলা ম্যানেজার এপ্রিল /২০২৫ মাসে গ্রাম আদালতের কি কাজ করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন প্রতি মাসে প্রতিটি ইউনিয়নে ৫ টি করে মামলা নিষ্পত্তি করতে হবে এবং শুনানির মাধ্যমে নিষ্পত্তি বাড়াতে হবে এবং গ্রাম আদালতের ডকুমেন্টেশন হালনাগাদ রাখতে হবে কেননা ইউএনডিপি থেকে শীঘ্রই গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করবেন সেই ক্ষেত্রে প্রতিটি ইউনিয়নের সকল নথিপত্র হালনাগাদ করার জন্য বলা হল।কোন নথিপত্রে ত্রুটি থাকতে পারবেনা।ডিস্ট্রিক্ট ম্যানেজার আরও বলেন আগামী ১৬-১৭ ই মার্চ ২০২৫ তারিখ দুই দিন উপজেলা রিসোর্স টিম (ইউআরটি)সদস্যগনের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি)অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে সকল সদস্যদের দাওয়াত নিশ্চিত করতে।উক্ত সভায় ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন বলেন যে প্রকল্পের নির্দেশনা মোতাবেক আমরা সকল ধরনের কাজ সম্পন্ন করবো।উপজেলা (ইউআরটি)সকল সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) দাওয়াত নিশ্চিত করবো।
Leave a Reply