রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি লংগদু উপজেলা লংগদু সদর ইউনিয়ন জনপদের নিম্নআয়ের শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন লংগদু উপজেলা প্রশাসন।৭ জানুয়ারি বুধবার দুপুর ১২ ঘটিকায় রাঙামাটি লংগদু উপজেলা ৭ নং সদর ইউনিয়ন লংগদুতে অসহায় দরিদ্রের মাঝে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতের কম্বল বিতরণ করা হয়। লংগদু সদর ইউনিয়ন পরিষদ থেকে ১৫০ জন সহ উপজেলা প্রশাসন কর্তৃক অতিরিক্ত আরোও ২৯ জনকে কম্বল দেওয়া হয়।লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে ও লংগদু ইউপিঃ চেয়ারম্যান বিক্রম বলি চাকমার সঞ্চালনায় অন্যান্য অতিথিরাও সময় উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরেও আমরা উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলার সকল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছি। সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব।
পরে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা।
Leave a Reply