ফারিছ আহমদ, হোসেনপুর উপজেলা প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগতি আলেকজান্ডার থেকে চাঁদপুর এলাকায় মাছ ধরা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। লক্ষ্মীপুরে মধু চৌধুরীর হাটে ঝাকে ঝাকে ইলিশ নিয়ে আসছেন জেলেরা। এবং পাওয়া যাচ্ছে কাঙ্খিত পরিমাণ মাছ তুলনামূলকভাবে গতবার থেকে এবারের মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কাঙ্খিত পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে বলেছেন জেলেরা। মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন বলেন ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে জেলেরা নদীতে নেমেছে এবারে ২২ দিনের নিষেধাজ্ঞা মানার ফলে মাছের উৎপাদন বেড়েছে। গত বছর থেকে এবারের ৫০০০ টন মাছের উৎপাদন বেড়েছে এবারে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৫০০ মেট্রিক টন। জেলেরা বলছেন ১ কেজির ওজনের বেশিরভাগ ইলিশ পাওয়া যাচ্ছে এবং এক কেজির ইলিশের এক হালি ইলিশ বিক্রয় হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। লক্ষ্মীপুরে প্রায় ৩০ টি ঘাটের জেলেরা একইভাবে ব্যস্ত সময় পার করছেন। লক্ষ্মীপুরে প্রায় ৫২ হাজার জেলেরা এভাবে জিবিকা নির্বাহ করছেন মেঘনা নদীতে মাছ ধরে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24