নুর আলম (সাদ্দাম) শ্রীবরদী উপজেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবুরনা ইউনিয়নের চুকচুকি গ্রামের বন্যার্থদের মাঝে ত্রান বিতরন করলেন উপজেলা যুব দলের নেতা কর্মীরা ৷ গত ৫ই অক্টবোর দিবাগত রাতের ভাড়ি বর্ষনের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে আকষ্মিক ভাবে পানি বন্দী হয়ে পরে শতাধিক পরিবার ৷ এবং সেই সাথে রাস্তা ঘাট সহ কয়েক হেক্টর ধানের জমি ও অনেক মাছের ঘের তলিয়ে যায় ৷ যার ফলে কয়েক দিন যাবৎ অসহায়ত্বের মতন দিন কাটছে তাদের ৷ এ সময় তারা শুকনো খাবার হিসেবে চিরা,মুড়ি এবং গুড় বিতরন করেন ৷ ত্রান বিতরন কালে উপজেলা যুবো দলের আহব্বায়ক আবুরায়হান আলবেরুনি দল মত নির্বিশেষে সকলকে বন্যার্থদের পাশে দারাবার আহবান জানান ৷ এবং তিনি আরো জানান যে বন্যা পরবর্তি কালিন বিভিন্ন কৃষি সহায়তা দিতে বি,এন,পি বন্যার্থদের পাশে থাকবে ৷
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহব্বায়ক আফসারুজজামান বাধন, আবু ছালেহ, আরজু,হোসাইন সহ আরো বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা ৷
Leave a Reply