সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
চট্টগ্রামের সন্দ্বীপ থানার পুলিশের বিশেষ অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট। অভিযানের সময় আরও একজন অভিযুক্ত পালিয়ে যায়।
৭ এপ্রিল (সোমবার) বিকেল ৪টায় এ অভিযান পরিচালিত হয় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা’র নির্দেশনায় এবং সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আব্দুল্লাহ’র তত্ত্বাবধানে। অভিযানে নেতৃত্ব দেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ এ. কে. এম সফিকুল আলম চৌধুরী।
অভিযানে অংশ নেন এসআই (নি:) এস. এম. আবু মুসা, এসআই চয়ন দাশ, এসআই জাফর, এসআই বাবর, এএসআই আমিনুল ইসলাম, হুমায়ুন, শাহপরান, সালাউদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মতিয়া বোর্ডের রাস্তার মাথা এলাকায় সোলেমানের গো নতুন বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১) সাইফুল ইসলাম ওরফে কামরুল (৪০), পিতা: মৃত মাখু মিয়া, মাতা: সাফিয়া খাতুন,২) জোহরা বেগম (৪০), স্বামী: মো. আবু তাহের
অভিযানের সময় আবু তাহের (৪৫), পিতা: মৃত সোলেমান, মাতা: মৃত নছুয়া বেগম—ইয়াবা ভর্তি পলিথিন ফেলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply