হাবিবুর রহমান রনি স্টাফ রিপোর্টার (নোয়াখালী) :
নোয়াখালীর সুবর্ণচরে মারকাজ আন নুর তা’লিমুল উম্মাহ (মাদ্রাসা) ও খানকায়ে আনসারিয়ায় সবক ও পুরষ্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭, জানুয়ারি) সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন উক্ত মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।অনুষ্ঠানে মারকাজ আন নুর তা’লিমুল উম্মাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকারিয়া হায়দারের সঞ্চালনায় এবং সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও মাদ্রাসার জমিদাতা বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রখ্যাত আলেমে দ্বীন ড. মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান, চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহ, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা জানান উল্লাহ মুকুল, চরবাটা খাসেরহাট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবুল হোসেন, মাদ্রাসার অন্যতম পৃষ্ঠপোষক মো. আকবর হোসেন, চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ছিদ্দিক উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের ছাত্র ছাত্রীদের নতুন সবক প্রদান করেন প্রধান অতিথি মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। তিনি আলোচনার সময় বলেন, “এ প্রতিষ্ঠানকে একটি উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের আদলে ব্যতিক্রমধর্মী মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার পরিকল্পনা নিয়ে এখানে কার্যক্রম শুরু করা হয়েছে।” আলোচনার সময় তিনি এই প্রতিষ্ঠানটির জন্য সবার সহযোগিতা কামনা করছেন।অনুষ্ঠান শেষে মাদ্রাসার বিগত সেশনের ফলাফলে কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়। পাশাপাশি দায়িত্বশীল অভিবাবকদেরও পুরষ্কার দেয়া হয়। প্রধান অতিথির দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply