মামুন রাফী, স্টাফ রিপোর্টার:
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানামুখী কৌশলে এগোচ্ছে বিএনপি। উদ্ভূত পরিস্থিতিতে দলে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে, সে জন্য ৮ আগস্ট বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশকারীদের বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক করা হয়।
ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো কমিটিতে অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনাই এখন মানছেন না অনেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতারা পরিবর্তিত পরিস্থিতিতে খোলস পাল্টে বিএনপিতে ভিড়ছেন বলে অভিযোগ উঠছে। তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ সুবিধা নিয়ে এসব অনুপ্রবেশকারীকে দলে ভেড়ার সুযোগ করে দিচ্ছেন।
বিএনপির সূত্রমতে, দলীয় নির্দেশনা অমান্য করার পাশাপাশি নানা অনিয়মের অভিযোগে এখন পর্যন্ত ১ হাজার ৫০০-এর বেশি নেতার বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নিলেও অনুপ্রবেশ থামানো যাচ্ছে না। তাই দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ‘কঠোর নীতি’ বাস্তবায়নের পথে হাঁটতে হচ্ছে বিএনপিকে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত বিএনপিতে ঠিক কতজন অনুপ্রবেশ করেছেন, কাদের হাত ধরে দলে তারা ঢুকেছেন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই বিএনপির কেন্দ্রীয় দপ্তরে।
বিএনপির এক সিনিয়র নেতা বলেন ‘আওয়ামী লীগের লোকজন এখন বিএনপির নেতাদের সঙ্গে ছবি তুলে অনুপ্রবেশ করতে চাইছেন। কারা দলে আসতে চাইছেন তাদের পরিচয় জানতে হবে। কারা এদের দলে অনুপ্রবেশ করাচ্ছেন তাও দেখতে হবে। তৃণমূলের কর্মীরা সাধারণত জায়গা দিতে চান না, এদের সুযোগ করে দেন বড় বড় নেতারা। পদ-পদবিও পাইয়ে দেন অনেকে। আবার কেউ কেউ আওয়ামী লীগের লোকজন ও আত্মীয়-স্বজনকে শেল্টার দিচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ আসছে।’
তৃণমূল পর্যায়ে খোঁজ নিয়ে বিএনপিতে অনুপ্রবেশের কিছু ঘটনা জানা গেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় মনির উদ্দিন ওরুপে মনির মেম্বার নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সাম্প্রতি নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদকে বিএনপির পার্টি অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। পাশের কয়েকজন বিএনপি নেতাকে দেখা যাচ্ছে হাতিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাসেদ, হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি (বহিষ্কৃত) কাজী রহিম সহ আরো অনেকে। আওয়ামী লীগ নেতাদেরকে টাকার বিনিময়ে পূনর্বাসন হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এই বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাসেদ বলেন, মনির মেম্বার দীর্ঘ ১০ বছর ধরে আওয়ামী লীগ করে নাই, সে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর হাতে অনেক নির্যাতিত বলে দাবী করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এই বিষয়ে বিএনপির বহিষ্কৃত নেতা কাজী আবদুর রহিম জানান সে কখনো আওয়ামী লীগ ছিলো না, মোহাম্মদ আলী তাকে অনেক কষ্ট দিয়েছে মিথ্যা মামলা দিয়েছে। মনির মেম্বার হাতিয়ার সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের সাথে রাজনীতি করে সে আজিম সাহেবের লোক।
আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন ওরুপে মনির মেম্বার জানান, আমি কখনোই আওয়ামী লীগ করিনি আমি ২ বারের মেম্বার, আমাদের পরিবার বিএনপি করে।
এই বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি একে এম ফজলুল হক খোকন বলেন, আমি ছবি গুলো দেখি আর অদ্ভুত ভাবে হাসি।
এই বিষয়ে নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের মতামত নিতে হোয়াটসঅ্যাপে ও অফলাইনে কল দিলেও তিনি তা রেসপন্স করেন নি।
এই বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, আপনি সাংবাদিক আপনি লিখে দেন যারা আওয়ামী লীগের লোকজনকে পূনর্বাসনের ব্যবস্থা করবে বিএনপিতে তাদের জায়গা নেই এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমারও একই নির্দেশ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24