মামুন রাফী, নোয়াখালী:
নোয়াখালী হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার তান্নাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শুক্রবার (৭ মার্চ) বিকেলে নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মো: হারুনুর রশিদ আজাদ এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার তান্নাকে বাংলাদেশ জাতয়িতাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের দলীয় পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, হাতিয়ার ইটভাটার মালিকদের থেকে প্রশাসনের নাম করে মোটা অংকের টাকা চাঁদা আদায়, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা সহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে তানবীর হায়দার তান্নার বিরুদ্ধে। সে পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply