রেজুয়ান বাদশা দিনাজপুর,নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি দল বৃহস্পতিবার সকাল দশটার দিকে তল্লাশি অভিযান চালায়। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।সেনা সদস্যরা বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে অবস্থান নেন এবং ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। যাত্রীদের পরিচয়পত্র যাচাই ও যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ নিরাপত্তা ব্যবস্থাকে সাধুবাদ জানালেও কেউ কেউ হঠাৎ তল্লাশিতে আতঙ্কিত হয়ে পড়েন।সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে।
Leave a Reply