জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নারী নির্যাতনের অভিযোগ উঠেছে শারফুল ইসলাম (৬২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পরিবার দীর্ঘদিন ধরে শারফুল ইসলাম, তার স্ত্রী আলেয়া ফেরদৌসী ইতি এবং তার স্ত্রীর ভাইয়ের ছেলে তৌফিকুল ইসলাম প্রীতম বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
ভুক্তভোগী নারী নওসাবা জানান, অভিযুক্ত শারফুল ইসলাম তাকে মানসিকভাবে নির্যাতন করতেন । এ বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের কাছে অভিযোগ করেছেন।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে, দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তাদের মতে, নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এদিকে, ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা
Leave a Reply