নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের আয়োজনে শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালী উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন। তিনি বলেন, "নারী শিক্ষিত হলে গোটা পরিবার শিক্ষিত হয়, নারী সচেতন হলে সমাজ সচেতন হয়। নারীদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তাই তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্যাতন, বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"তিনি তার বক্তব্যে নারী সমাজের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন,"নারীদের প্রতি সম্মান ও তাদের অধিকার নিশ্চিত করতে পারলেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আত্রাই উপজেলা কো-অর্ডিনেটর আবু হেনা মোহাঃ ফিরোজ, এ্যাডভোকেসি এ্যাসিস্টান্ট গোলাম রাব্বানী, এফএফ নিলুফা খাতুন, মমিনুল ইসলাম, ফরহাদ হোসেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমান, মোঃ রুহুল আমিন, শাহাদুল ইসলাম বাবু, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি এস এম কামাল উদ্দিন টগর, ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের সিএসও দলের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24