আশিক আল আমিন, ক্যাম্পাস প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর চালানো নারকীয় হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।
সোমবার (০৮.০৪.২০২৫) দুপুর ১২ টায় কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সাধারণ মানুষদের উপর দমন-পীড়ন চালিয়ে আসছে। বর্তমান হামলা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে।
তারা আরও বলেন, মুসলিম উম্মাহর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর। এই মানববন্ধনের মাধ্যমে আমরা ফিলিস্তিনের সংগ্রামী জনতার প্রতি আমাদের একাত্মতা প্রকাশ করছি।
Leave a Reply