কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন
কিশোরগঞ্জের করিমগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার, ৬ জানুয়ারি দুপুরে শিশু রাফসানের মৃত্যু হয়।
রাফসান করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী এলাকার মোবাইল মেকানিক হৃদয়ের ছেলে।
নিহত শিশুর বাবা হৃদয় বলেন,শনিবার রাতে হঠাৎ রাফসানের হঠাৎ জ্বর আসে।পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হয়।সোমবার,৬ জানুয়ারি দুপুর থেকে তার পাতলা পায়খানা শুরু হয়।পরে স্থানীয় মরিচখালী বাজারের পল্লী চিকিৎসক আবু হানিফ মঞ্জিলের কাছে নিয়ে গেলে শিশুটিকে জক্স সিরাপ সেবনের জন্য দেওয়া হয়। জক্স সিরাপ সেবনের ১০ মিনিট পর রাফসানের মৃত্যু হয়।
পল্লী চিকিৎসক ডা. আবু হানিফ মঞ্জিল বলেন,পাতলা পায়খানার জন্য জক্স সিরাপ সেবনের কথা বলেছিলাম। ডায়রিয়া আক্রান্ত হয়ে রাফসানের মৃত্যু হয়েছে। রাফসানকে বাঁচাতে সবোর্চ্চ চেষ্টা করেছি।
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রিয়াদ সাহেদ রনি বলেন,ডায়রিয়া আক্রান্ত হয়ে রাফসানের মৃত্যু হয়েছে বিষয়টি খুব দু:খজনক। ডায়রিয়া আক্রান্ত রোগির প্রাথমিক চিকিৎসা ওরস্যালাইন খাওয়ানো। ওরস্যালাইন না খাইয়ে তাকে জক্স সিরাপ খাওয়ানো ঠিক হয়নি।
মঙ্গলবার, ৭ জানুয়ারি সকাল ১০ টা পর্যন্ত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত ৩ জন শিশু ভর্তি আছে বলেও তিনি জানান। রেজিস্টার্ড চিকিসকের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবনের পরামর্শ দেন তিনি।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24