জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
আলিখালী IRC হাসপাতালে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা যায় গত রাত ৮ টার দিকে স্থানীয় ওমর আলীর স্ত্রী জাহেদা বেগম (৫৫) মাথা ব্যথা সংক্রান্ত অসুস্থতা নিয়ে হাসপাতালে আসেন। হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্সগণ তাকে বিস্তারিত শুনে ওষুধ পত্র দিয়ে বিদায় দেন। কিন্তু তিনি (জাহেদা) বাড়িতে গিয়ে তার ছেলেদের বলেন তার সাথে ডাক্তার ভাল ব্যবহার করেননি। ফলে তিনি তার ছেলে জয়নাল, আবছার উদ্দিন, মাঈন উদ্দিনের নেতৃত্বে ৫০/৬০ জন লোক দা, বটি, লাঠিসোটা নিয়ে রাত ১০/১১ টার সময় হাসপাতালে ব্যাপক হামলা করে ফার্মেসির বাউন্ডারি গ্লাস বিভিন্ন যন্ত্রপাতি ভাংচুর করে।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় হাসপাতালের মেঝেতে ফার্মেসির কাচ পড়ে আছে। তাছাড়া বিভিন্ন ভাঙ্গা যন্ত্রপাতিও পড়ে আছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের কার্যক্রম চালু রাখতে ব্যর্থ হয়েছে।
অভিযোগকারী জাহেদা (৫৫) বলেন ডাক্তার সাহেব বাংলা ভাষায় কথা বলেছেন, আমার মনে হয়েছে তিনি আমার ব্যাপারে খারাপ মন্তব্য করেছেন। কিন্তু প্রত্যক্ষদর্শী মাধ্যমে জানতে পারি, ভাষাগত সমস্যার কারণে ভুল বুঝাবুঝি হয়েছে। আসলে ডিউটি ডাক্তার তার সাথে কোনপ্রকার খারাপ মন্তব্য করেননি।
এ বিষয়টি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে সুরাহা করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য এ জাহেদা (৫৫) ২০২০ সালেও এধরণের আরো একটি ঘটনা ঘটিয়েছিল। সেসময়ও সে তার ছেলে-সন্তান আর আত্বীয়-স্বজন নিয়ে হাসপাতাল ভাংচুরের চেষ্টা করেছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24