মিথুন কর্মকার আমতলী উপজেলা প্রতিনিধিঃ
আজ বুধবার সকাল থেকেই বরগুনা জেলার আমতলী উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়েছে। কুয়াশার সঙ্গে আছে শীতের মিলমিলে হাওয়া। তাতে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। দক্ষিণের খুলনা অঞ্চল ছাড়া কুয়াশার দাপট প্রায় সর্বত্র।আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আজ থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে; সঙ্গে কুয়াশাও।আজ কুয়াশা থাকলেও দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই; বরং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। যদিও জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। তবে তা আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন।এমন কুয়াশা ও শীত আগামী অন্তত দুই দিন চলতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছেন।
Leave a Reply