কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
অধিকার,সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
০৮ মার্চ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আশরাফ আলী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেবুন্নেছা, প্রবীন সাংবাদিক শাহাদাৎ হোসেন মনু,জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো:মহসীন সিকদার,নারী উদ্যোক্তা শাহজাদী খানম,সুমা আক্তার সহ নারী নেত্রীবৃন্দ।বক্তব্য রাখেন, নারী নেত্রী মারফুয়া আক্তার,মিম আক্তার,প্রবীণ সাংবাদিক শাহাদাৎ হোসেন মনু প্রমুখ।
এসময় বক্তারা দেশে নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন এবং নারীর নিরাপত্তায় সরকারের প্রতি আরও দায়িত্বশীল হবার আহবান জানান।এছাড়াও বক্তারা উল্লেখ করেন,সমাজে কন্যা শিশুরা এখন আর অবহেলিত নেই,একজন কন্যা যেমন পিতার কাছে প্রিয় সেরকম যেনো পুত্রবধুরাও প্রিয় হোক।একজন পুরুষের কাছে তার নিজ কন্যা যেরকম নিরাপদ অন্যের কন্যাও সেরকম নিরাপদ হোক এবং দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলো অনেক সময় স্থানীয় পর্যায়ে সালিশ মিমাংসার মাধ্যমে অনেক সময় ধামাচাপা দেয়া হচ্ছে যার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ারও আহবান জানান।এছাড়াও নিজ কন্যাদের নিকটাত্মীয়ের কাছেও ইদানীং অনিরাপদ দেখা যাচ্ছে যা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে যে বিষয়ে আমাদের সচেতন হবারও সময় এসেছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,একজন শিশু তার শৈশবে সবচেয়ে বেশি শেখে তার পরিবারের কাছে।তাই বাচ্চাদেরকে শৈশব থেকেই যাতে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় গুরুত্ব প্রদান করেন। কেননা আমরা যদি আমাদের পুরুষ সন্তানকে নৈতিক শিক্ষা দিয়ে অন্যের কন্যাকে নিরাপদ রাখতে না পারি তাহলে আমার কন্যাও নিরাপদ রাখা কঠিন।তাই সমাজের গবীর থেকে ক্ষত সারাতে হলে পরিবারের মায়েদেরকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।এছাড়াও নারী হয়রানির যেকোনো তথ্য দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে অবহিত করতেও আহবান জানান।কেননা তথ্য না পেলে আইনী ব্যবস্থা গ্রহন করাও সম্ভবপর হয় না।সেকারণে যেকোনো হয়রানি কিংবা অপরাধের বিষয় স্থানীয় পর্যায়ে ধামাচাপা না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানান এবং নারীদের প্রতি যেকোনো সহিংসতার ঘটনায় উপজেলা প্রশাসনের শক্ত অবস্থানের বিষয়েও আশ্বস্ত করেন ইউএনও নজরুল ইসলাম।
কিশোর কিশোরীর ক্লাব নলছিটির আবৃত্তি শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার।
এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তার নলছিটি উপজেলা কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মো:শাহীন মাহমুদ,জাতীয় মহিলা সংস্থার মাঠ সংগঠক মো:আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24