রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় চুরি হওয়া দুই মাস বয়সী এক কন্যা শিশুসহ হালিমা খাতুন (২০) নামেএক তরুনীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। হালিমা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারকে খুঁজছে পুলিশ।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌরসভার বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে শিশুসহ ওই তরুণীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। শিশুটি কান্নাকাটি করলে, সেলিনা ও পারভীন নামে দুই নারী এগিয়ে গিয়ে বিষয়টি জানতে চাইলে ওই তরুণী অসংলগ্ন কথা বলতে শুরু করেন। এতে সন্দেহ আরও বেড়ে গেলে স্থানীয়রা শিশুসহ তাকে পাংশা সেনা ক্যাম্পে নিয়ে গেলে, সেনাবাহিনী শিশুসহ ওই তরুণীকে পাংশা মডেল থানায় হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, ওই তরুণীকে শিশুটির বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, ঢাকার কমলাপুর থেকে শিশুটিকে তার স্বামী তার কাছে দিয়েছে। তার স্বামী এই শিশুকে কোথায় পেয়েছে তা সে জানে না। সে শিশুটির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছে।
সে আমাদের পুলিশ হেফাজতে রয়েছে এবং বাচ্চাটিকে পাংশা সমাজসেবা অফিসারের অধিনে দেয়া হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শিশুটির পরিবার পাওয়া গেলে এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
কেউ যদি শিশুটিকে চিনে থাকেন তাহলে ০১৩২০-১০১৪২১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসি মোহাম্মদ সালাউদ্দিন।
Leave a Reply