মোঃ ইমরান আকন্দ,(জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জের পৌরএলাকা গোয়ালগাঁও পূর্বপাড়ায় স্থানীয় এক মাদরাসাপড়ুয়া ১৩ বছরের কিশোরী সুমনা তার নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হয়েছেন। কিশোরী মেয়েটির সন্ধানে তার নিকট আত্মীয়-স্বজন এলাকার চারিদিকে কয়েকদিন খোঁজ খবর করে না পেয়ে অবশেষে থানায় অভিযোগ করেছেন তার দাদী।
বাদীর অভিযোগ থেকে জানা যায়, ২৯ শে নভেম্বর (শুক্রবার) গভীর রাত্রিতে নিজ বসত বাড়ি থেকে তার নাতনি সুমনা কে (১৩) একই এলাকার আয়নাল চৌকিদারের বখাটে ছেলে মোঃ আলিফ (২৫) জোরপূর্বক অপহরণ করেন। পরবর্তীতে খোঁজ খবর করে না পেয়ে, বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।এ তথ্য নিশ্চিত করেছেন, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।
জানা যায়, উপজেলার গোয়ালগাঁও পূর্বপাড়া গ্রামের মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের মেয়ে সুমনা তার ওপর কূ নজর দেয় একই এলাকার বিবাহিত দুই সন্তানের জনক বখাটে ও জুয়ারু মোঃ আলিফ তাকে রাস্তা পথে বিভিন্নভাবে কূপ্রস্তাব দেয়া ও উত্যক্ত করে আসছিল। এ ঘটনা মেয়েটি পরিবারকে জানালে মেয়ের দাদি আলিফ এর বাবা আয়নাল চৌকিদারকে বিষয়টি জানায়, এতে আলিফ ক্ষিপ্ত হয়ে তার অন্যান্য সহযোগীর সহযোগিতায় রাতের বেলা আগে থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাড়ির ভেতরে টিউবয়েলের পার থেকে তাকে জোরপূর্বক পশ্চিম দিকে নিয়ে গিয়ে রাস্তা থেকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়।
বাদী বলেন, আমার নাতনি কে না পেয়ে আলিফ এর বাবা আয়নাল চৌকিদারের কাছে যাই। তিনি আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। পরে আমার নাতনি কে না দিয়ে উল্টো আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন, আর বলেন আমরা খোঁজ খবর করতেছি না পেলে কি করব। দুইদিনও আমার নাতনির সন্ধান পাইনি। আমার ধারণা আসামি আলিফ আমার নাতনি কে অপহরণ করে কোথাও আটক রেখে ধর্ষণ করেছে। এমনও হতে পারে আসামিরা আমার নাতনি কে মেরে লাশ গুম করতে পারে। আমার নাতনি বেঁচে আছে কিনা জানি না। সেই দুধের বাচ্চা থেকে আমি মানুষ করেছি, মা-বাবা বলতে আমিই তার সব ছিলাম।
আসামি আলিফের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেফতার ও ভিকটিম কে উদ্ধার করার চেষ্টা করবো।
Leave a Reply