মকবুল হোসেন:
ময়মনসিংহেরপুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সভাপতিত্বে ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভাআজ ৮এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
সভায় ডিআইজি উপস্থিত অফিসার্স-ফোর্সদের সকল সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও তিনি তার বক্তব্যে ফোর্সের মনোবল বৃদ্ধি, ডিসিপ্লিন ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল সার্কেল অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply