আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বিলুপ্ত মাটির জিনিষ ও মায়ের স্মৃতি ধরে রাখতেই মেয়ে আয়শা আক্তার আঁখি মাটির গহনা তৈরির উদ্যোগ নিয়েছেন। গত চার বছরের নিরলস পরিশ্রমে এখন পর্যন্ত ৫ শাতাধিক গহনা তৈরি করেছেন। বিক্রি করেছেন তিন শতাধিক। অনলাইনে বিক্রিতে বেশ সারা পেয়েছেন। আর্থিকভাবে সহায়তা পেলে কাজের পরিধি আরো বেড়ে যেতো বলে দাবী করেন আখি।
জানাগেছে, উপজেলার পশ্চিম চিলা গ্রামের আলমগীর গাজীর মেয়ে আয়শা আক্তার আঁখি। আখির মা মরিয়ম বেগম ছোট্ট বেলায় একজোড়া মাটির কানের দুল ক্রয় করেন। ওই কানের দুল জোড়া তিনি আলমিরায় রেখে দিয়েছেন। বিলুপ্ত মাটির জিনিষ ধরা রাখা ও মায়ের গহনা দেখেই মেয়ে আয়শা আঁখি উদ্যোগ নেয় মাটির গহনা তৈরির। নিজের অদম্য চেষ্টায় গহনা তৈরির পদ্ধতি শিখে নেন। আঁখি ২০২১ সালে আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর তার বিয়ে হয়ে যায়। স্বামী গাজী মোঃ সোলায়মানের সংসারে বাড়তি আয়ের পথ খুঁজতে তিনি মাটির গহনা তৈরির শুরু করেন। গহনা তৈরিকে ব্যবহার করছেন মাটি, কাচামাল ও রং। মাটির উপর বাহারি ডিজাইনের নিখুত নকশা করে সুনিপুন ভাবে তিনি গহনা তৈরি করছেন। এ পর্যন্ত ৫’শতাধিক গহনা তৈরি করেছেন। গহনার মধ্যে রয়েছে নিখুতভাবে তৈরি কানের দুল, গলার সেট, মালা, হাতের চুড়িসহ নানাবিধ গহনা। নানা আলপনার মাধ্যমে তিনি মাটির গহনায় তৈরি করছেন। তৈরিকৃত গহনা তিনি অনলাইনে বিক্রি করছেন। শুরুতে তেমন সারা না পেলেও বর্তমানে বেশ সারা পাচ্ছেন। এখন ক্রেতারা অনল্ইানে কারুকাজ দেখে নতুন তৈরির অর্ডার করছেন আবার কেউ তাদের পছন্দের গহনা ক্রয় করছেন। টেকসই এ গহনা দামে তেমন না। প্রকারভেদে প্রতি সেট গহনা ৭০ টাকা থেকে ১৫০ টাকায় বিক্রি করছেন তিনি। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। বর্তমানে তিনি স্বামী গাজী সোলায়মানের বাড়ী উত্তর টিয়াখালীর বাড়ীতে বসে অনলাইনে বিক্রি করছেন।
ক্রেতা তানজিলা বলেন, বর্তমানে সোনার মুল্য অনেক বেশী। যা সাধ্যের বাইরে। অনলাইনে আয়শা আঁখির কাছ থেকে বাহারী কারুকাজের এক সেট মাটির গহনা ক্রয় করেছি। এ গহনা পরিধান করতে বেশ ভালোই লাগে।
স্বামী গাজী মোঃ সোলায়মান বলেন, স্ত্রী এমন ভালো কাজে আমি সহযোগীতা করে আসছি। মাটির গহনা বিক্রির অর্থ দিয়ে তিনি সংসারে বেশ যোগান দিচ্ছেন।
মা মরিয়ম বেগম বলেন, ছোট বেলার বাজার থেকে একটি মাটির গহনা কিনে এনেছিলাম। গহনা সেট গত ২৫ বছরে ধরে আলমিরায় রাখা ছিল। বছর পাঁচের আগে হারিয়ে ফেলেছি। ওই গহনার দেখাদেখি আমার মেয়ে আয়শা আখি মাটির গহনা তৈরির উদ্যোগ নেয়। অনেক কষ্ট করে শিখে ফেলেছে। এখন স্বামীর বাড়ীতে বসে তৈরি করে অনলাইনে বিক্রি করছে।
উদ্যোক্তা মোসাঃ আয়শা আঁখি বলেন, বিলুপ্ত মাটির জিনিষ ধরে রাখতে এবং মায়ের ব্যবহৃত মাটির গহনা দেখেই তৈরির উদ্যোগ নেই। নিচের চেষ্টায় গহনা তৈরির পদ্ধতি রপ্ত করেছি। বিভিন্ন কারুকাজ দিয়ে এ পর্যন্ত ৫’শতাধিক গহনা তৈরি করেছি। তিন শতাধিক বিক্রি করেছি। অনলাইনে মানুষ বেশ ক্রয় করছেন। তিনি আরো বলেন, আর্থিকভাবে সহায়তা পেলে আমার কাজের পরিধি আরো বৃদ্ধি করা যেতো। কিন্তু অর্থ সংঙ্কটের কারনে তেমন তৈরি করতে পারছি না।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান বলেন, বিলুপ্ত মাটির জিনিষ ধরা রাখতে আঁখি যে উদ্যোগ নিয়েছে তা অত্যান্ত চমৎকার। আবেদন পেয়ে তাকে আর্থিকভাবে সহায়তা করা হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24