মোঃ ইস্রাফিল হোসেন, ঝিকরগাছা (যশোর) উপজেলা প্রতিনিধিঃ
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগান কে সামনে রেখে (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় র্যালি শেষে ঝিকরগাছা উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিকের,সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।প্রধান অতিথির বক্তব্যে ভুপালী সরকার বলেন,নারীদের কে সকল বাঁধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং সকল কাজে জয়ী হতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আব্দুর রশিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউর রহমান জোয়ার্দার।
সভায় বক্তারা বলেন, প্রতিপাদ্যের মতোই নারীর প্রতি সমঅধিকার প্রথমেই নিশ্চিত করতে হবে পরিবার থেকে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে, যার পেছনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীকে এগিয়ে নিতে পুরুষ নারী উভয়ের সহযোগী মানসিকতা নিয়ে এগোতে হবে। বক্তরা আরও বলেন, সমঅধিকার অর্জন করতে হলে নারীর নিজেকে আগে যোগ্য করে তুলতে হবে। পরিবার থেকে মানসিকতার উন্নয়ন ঘটাতে কাজ করতে হবে। বদলাতে হবে দৃষ্টিভঙ্গি। তবেই নারীর উন্নয়ন ঘটবে।
Leave a Reply