ফারিছ আহমদ, হোসেনপুর প্রতিনিধি:
জানা গেছে গতকাল লক্ষ্মীপুরে জোনাকি বাসের সাথে আনন্দ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ। গুরুতর আহত জোনাকির ড্রাইভার। পরবর্তীতে তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। জোনাকি বাসটি ছিল ঢাকা থেকে লক্ষ্মীপুর গামী অপর দিক থেকে লক্ষ্মীপুর হতে চৌমুহনী চৌরাস্তায় যাচ্ছিল আনন্দ বাস টি তখন চন্দ্রগঞ্জ নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
সন্ধ্যায় রায়পুর- চৌমুহানী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটে। আহতদেরকে জেলা সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়েছে।এদের মধ্যে জোনাকীর চালক সৈকত (৩২) এর অবস্থা গুরুতর। বাস দু`টির সামনের দিক প্রায় সম্পূর্ণ দুমড়ে মুছড়ে গেছে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা নূর মোহাম্মদ জানিয়েছেন। তবে আনন্দ পরিবহনের চালক বাদশা পলাতক রয়েছে।
বাস দু`টি ঘটনাস্থলে পুলিশ হেফাজতে রয়েছে। আপাতত সবাই সুস্থ আছে বলে জানা গেছে।
ফারিছ আহমদ, হোসেনপুর।
Leave a Reply