আব্দুল্লাহ জোবায়ের: ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। আমরা ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সন্ত্রাসী-চাঁদাবাজদের বাংলার মসনদে দেখতে চাই না।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ছাত্র-জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার। দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার করতে হবে।
ইসলামী আন্দোলনের ময়মনসিংহ মহানগর সভাপতি অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি,
তিনি বলেন, হাত পাখা হচ্ছে একটি শান্তির প্রথিক তাই তিনি দলের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের কাছে আহ্বান জানান যেনো প্রত্যেক ওয়ার্ডে একটি করে অফিস থাকে ইসলামী আন্দোলনের মানুষ যে দিকে তাকায় ঐ দিকেই যেনো হাত পাখা বেশে উঠে তিনি আরো বলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে নীতি আদর্শের দল এই আলেম দের টুপি ওয়ালাদের
আরো বক্তব্য রাখেন
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, উত্তর জেলা সভাপতি আলহাজ্ব হাদীউল ইসলাম ও দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন
Leave a Reply