নাসের আবু খালেদঃ
ফাইনালে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচটি ছিল জমজমাট, দর্শকের মধ্যে ছিল উত্তেজনা। খেলা মাঠে একটি রুদ্ধশ্বাস লাড়াই দিয়ে জয় তুলে নিল ফরচুন বরিশাল। চিটাগংকে কাঁদিয়ে টানা দ্বিতীয় বার শিরোপা বরিশালের লঞ্চে উঠে জয়ের শিরোপা।
শিরোপা হারালেও রানার্স-আপ হয়ে চিটাগং কিংস পেল বড় অঙ্কের অর্থ পুরুষ্কার।
এবার বিপিএলে প্রাইজমানি বাড়িয়ে দল ও ব্যক্তিগত পর্যায়ে দশ ক্যাটাগরিতে পুরুষ্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB.।
এবার একাদশ আসরের চ্যাম্পিয়ান হয়ে বরিশাল পেয়েছে ২ কোটি ৫০ লক্ষ টাকা। চিটাগং কিংস রানার্স-আপ হয়ে পেয়েছে ১ কোটি ৫০ লক্ষ টাকা।
২০২৫ বিপিএল আসরে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল গুলোকে BCB, আর্থিক পুরুষ্কার দিয়েছে। তৃতীয় স্থানে থাকা খুলনা টাইগার্স পেয়েছে ৬০ লক্ষ টাকা। আর চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্স তাদের পকেটে ঢুকেছে ৪০ লক্ষ টাকা।
এবার ২০২৫ বিপিএল আসরের সবার থেকে বেশি রান করে ৩৫৫ ও ১৩ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয় মেহদী হাসান মিরাজের পকেটে গেছে ১০ লক্ষ টাকা। ২০২৫ বিপিএল আসরে ফিফটি করে দলকে জিতানো নায়ক বরিশালের নায়ক তামিম ইকবাল খান পকেটে ৫ লক্ষ টাকা।
৪৮৫ রান করে এবার আসরের সেরা উদীয়মান খেলোয়াড় তানজিদ হাসান তামিম পেয়েছেন ৩ লক্ষ টাকা। এছাড়া এবার আসরের সেরা ফিল্ডারের খেতাব জিতে মুশফিকুর রহিম এর পকেটে ৩ লক্ষ টাকা। উইকেটের পিছনে থেকে তিনি ১৪ ডিসমিসালে অবদান রেখেছিল।
এবার বিপিএল আসর ২০২৫ (BCB) সব মিলিয়ে ৫ কোটি ৩১ লক্ষ টাকা অর্থ পুরুষ্কার দিয়েছে। তাছাড়া BCB বিপিএলে প্রতিটি ম্যাচে ম্যাচসেরার পুরুষ্কার দিয়েছে তা ধরলে অর্থ যোগ আরও বেশি হতে পারে।
রে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24