রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৮ ঘন্টা পর স্কুলছাত্র আসিফ মুস্তাহিদের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকায় নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে গোদারবাজার এলাকায় বন্ধুদের সাথে গোসলের উদ্দেশ্যে নদীতে নেমে সাঁতার কাটার সময় ডুবে যায় আসিফ। ওইদিন দুপুরে
ফরিদপুর থেকে ৬ সদস্যের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। চার ঘন্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও তার কোনও খোঁজ না পাওয়ায় শেষ করে উদ্ধার কাজ।আজ সকাল থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।দীর্ঘ ২৮ ঘন্টা পর বিকেল পৌনে ৪ টার দিকে উদ্ধার করা হয় স্কুলছাত্রের মৃত দেহ।মৃত আসিফ রাজবাড়ী রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি গোদার বাজার গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) মো. আবুল কালাম আজাদের ছেলে। সে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
Leave a Reply