ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)
প্রশাসনিক কাজের সুবিধার্থে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১২ (বার) জন কর্মচারীদের মধ্যে শাখা বণ্টন করে দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে বন্টনুকৃত শাখায় দায়িত্বরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। আজ সোমবার ০৯/১২/২০২৪ ইং তারিখ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হাবিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা যায়। অফিস আদেশ অনুসারে ৪ নং শাখায় কর্মরত প্রধান সহকারী লাকি কে শাখা-১০ (আইন সেল) এ দায়িত্ব প্রদান করা হয়। শাখা-১১ তে মোট ০৩ (তিন) জনকে দায়িত্ব প্রদান করা হয়। তারা হলেন: মো: মাসুম পারভেজ (কর্মরত শাখা-০৩), শুভ মজুমদার (যোগদানকৃত), সাখাওয়াত হোসেন (যোগদানকৃত)। শাখা-৩ এ ০২ (দুই) জনকে দায়িত্ব প্রদান করা হয়। তারা হলেন: প্রধান সহকারী মো: মনিরুল আলম (যোগদানকৃত) ও মো: আজিজুল হাকিম (কর্মরত শাখা: ৯)। শাখা-১১ এ কর্মরত ল্যাবরেটরি সহকারী মিজানুর রহমান কে মহাপরিচালকের দপ্তরে ন্যস্ত করা হয়। এসিআর শাখায় কর্মরত হিসাব সহকারী ঈশিতা বিশ্বাস কে শাখা-১ (হিসাব) এ দায়িত্ব প্রদান করা হয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (যোগদানকৃত) সেলিম মিয়া কে শাখা-৯ তথা এসিআর শাখায় দায়িত্ব প্রদান করা হয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাওক্ষরিক (যোগদানকৃত) খাদিজা আক্তার হাসনা কে শাখা-৪ এ দায়িত্ব প্রদান করা হয়। অফিস সহায়ক মোসা: পলি খানম (যোগদানকৃত) কে সেবা কেন্দ্রে ন্যস্ত করা হয়। অফিস সহায়ক নিখিল চন্দ্র দাস (কর্মরত শাখা-৩) কে শাখা-৯ এ ন্যস্ত করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
Leave a Reply