শাহাদাত কামাল শাকিল:
আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরু হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ২৩ হাজার ৩৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে না। বোর্ডের পরিসংখ্যান বলছে, এ বছর গত বছর থেকে পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ৭৪৮ জন। বিজ্ঞান বিভাগেও শিক্ষার্থী কমেছে। এবারো ছেলেদের তুলনায় মেয় পরীক্ষার্থী বেশি এবং লেখাপড়ায় ও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবীর উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যারা এসএসসির ফরম পূরণ করেনি তাদের অধিকাংশই স্কুলের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। একাধিক বিষয়ে শুধু ফেল নয়, নম্বর কম পাওয়ায় স্কুল কর্তৃপক্ষ তাদের ফরম পূরণে অনুমতি দেয়নি। স্কুল কর্তৃপক্ষের দাবি তাদের পরীক্ষা প্রস্তুতি নেওয়া হয়নি। তারা পরীক্ষায় অংশ নিলে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। এতে স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বাঁধার মুখে পড়বে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ ড. নিজামুল করীম বলেন, সামগ্রিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগ কমে গেছে। ছেলেরা ব্যস্ত মোবাইল ও বাইক নিয়ে। এতে করে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফরম ব্যাপক ও বিস্তৃত হচ্ছে। এর নিয়ন্ত্রণ নেই। এতে আসক্তি ও ঝুঁকে পড়ার প্রবণতা দিন দিনই বেড়েই চলছে। উঠতি বয়সী অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা লেখাপড়ায় তাই মনোযোগ হারাচ্ছে। ফলে তারা স্কুলের নির্বাচনী পরীক্ষায় খুবই খারাপ ভাবে অকৃতকার্য হচ্ছে এবং ঝরে পড়ছে।
তিনি বলেন, একটা অংশ আবার ভালো প্রস্তুতি নিতে পারেনি। তারা পরীক্ষা পেছানোর দাবিও তুলেছে। সব মিলে পরীক্ষা সঠিক সময়ে নেওয়াটাও একটা চ্যালেঞ্জ।
তিনি আরো বলেন, একথা�
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট।। সম্মানিত উপদেষ্টাঃ সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন ।। সিনিয়র সাংবাদিকঃ ডা.এম এ মান্নান ।। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজাউল করিম ।। নির্বাহী সম্পাদক: মোঃ সোলায়মান হোসাইন ।। বার্তা সম্পাদকঃ জাকারিয়া আল ফয়সাল।
যোগাযোগঃঠিকানা: হাসেম মার্কেট, কুরগাও, নবীনগর, আশুলিয়া, সাভার, ঢাকা 1216। রোড নাম্বার 733 হো নাম্বার 805 ফোন: +65 8541 3954, 01894589037,মেইল:dailynewsbangla24info@gmail.com
Copyright ©️ 2024 in Daily News Bangla 24