সোহাগ কাজী ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আজ ৯/৪/২৫ তারিখ সকাল আনু: ১১.৩০ সময় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরদৌলত খান ইউনিয়ন পরিষদে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভা প্যানেল চেয়ারম্যান বাচ্চু হাওলাদারের সভাপতিত্বে উক্ত আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইনশৃঙ্খলা সমন্বয় সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায় -৩,প্রকল্পের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।উক্ত সভায় বিগত তিন মাসের গ্রাম আদালতের অর্জন নিয়ে আলোচনা করেন চরদৌলত খান ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: রিয়াদ হোসেন তিনি বলেন জানুয়ারী/২৫ থেকে মার্চ /২৫ (তিন মাসে) দেওয়ানী মামলা ২ টি এবং ফৌজদারী মামলা ৭ টি মোট মামলা ৯টি মামলা নিষ্পত্তি হয়।
উপজেলা কো-অর্ডিনেটর বলেন প্রতি মাসে সর্বনিম্ন ৫টি করে মামলা নিষ্পত্তি করতে হবে।বিগত তিন মাসে আপনাদের ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার কথা ছিল ১৫ টি সেখানে নিষ্পত্তি হয়েছে মাত্র ৯ টি আপনাদের ইউনিয়নে ৬ টি মামলা নিষ্পত্তি কম হয়েছে। উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন আরও বলেন আপনারা যারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি আছেন এখন থেকে এলাকায় কোন সালিশ করবেননা কেননা সালিশের কোন স্হায়ী ভিত্তি নেই।শুনানির মাধ্যমে নিষ্পত্তি বাড়াতে হবে এবং এজলাসে বসে নিষ্পত্তি করতে হবে। উপজেলা কো-অর্ডিনেটর বলেন চলতি মাস থেকেই প্রতিটি ওয়ার্ড থেকে যেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলার আবেদন আসে সেই দিকে আপনাদের সকল মেম্বারদের লক্ষ্য রাখতে হবে।কারণ আপনারা জনগণের সেবক।উক্ত সভায় উপস্হিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র বাড়ৈ, মেম্বার মান্নান মোল্লা, জাকির সরকার, দিদার সরদার, ইসাহাক মোল্লা, আসমা আক্তার ও গীতা রায়।
Leave a Reply